ইরাকে আইএসের হামলায় ১১ জন নিহত

সম্প্রতি ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে
ফাইল ছবি: রয়টার্স

ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১ নারীসহ ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ হামলা হয়। দেশটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জয়েন্ট অপারেশনস কমান্ড বিবৃতি দিয়ে এ হামলার কথা জানিয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, মুকদাদিয়া শহরের অদূরে আল-হাওয়াশা এলাকায় চালানো হামলায় আরও অনেকে আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ও হাসপাতালের একাধিক সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানায়, অজ্ঞাতনামা বন্ধুকধারীরা ১১ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

পুলিশ বলছে, অস্ত্রধারী হামলাকারীরা হামলা চালানোর জন্য বেশ কয়েকটি যানবাহন ও আধা স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করে।

জয়েন্ট অপারেশনস কমান্ডের দাবি, হামলা চালিয়েছে আইএস। আইএস এখনো এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি ইরাকে ভয়াবহ সব জঙ্গি হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসের বিরুদ্ধে। দেশটির উত্তরাঞ্চলে প্রায়ই সেনাসদস্য ও পুলিশকে নিশানা করে হামলা চালায় তারা।

২০১৪ সালে ইরাকের বিভিন্ন এলাকা নিজেদের দখলে নেয় আইএস। ২০১৭ সালের শেষের দিকে জঙ্গি সংগঠনকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক সরকার। আইএস–বিরোধী এ লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তা পায় দেশটি।