ইরানের প্রায় ৫০ এমপির করোনা শনাক্ত

ইরানের পার্লামেন্ট
ফাইল ছবি: রয়টার্স

ইরানের ২৯০ আসনের পার্লামেন্টের প্রায় ৫০ জন এমপি কোভিডে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার একজন জ্যেষ্ঠ এমপি এসব তথ্য জানিয়েছেন। দেশজুড়ে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন অমিক্রনের বিস্তার ঘটার মধ্যে এমন খবর জানা গেল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।

এমপি আলিরেজা সালিমি বলেছেন, পার্লামেন্টের চলতি সপ্তাহের অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে।

একের পর এক এমপি করোনায় আক্রান্ত হওয়ার পর ২০২১ সালের এপ্রিলে ইরানের পার্লামেন্টের অধিবেশন দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। করোনা মহামারির শুরুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ছিল মধ্যপ্রাচ্যের ইরান। ওই সময় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ইরানের একাধিক এমপির মৃত্যু হয়।

টিকাদান কর্মসূচির পর ইরানে কিছুদিন করোনা শনাক্তের হার কমে আসে। এখন আবার শনাক্ত বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৩০ জনের।

ইরানের জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি। ইতিমধ্যে ৬৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ৫০০ জনের বেশি মারা গেছেন।

দেশটির পাঁচ কোটির বেশি মানুষ কোভিডের দুই ডোজ টিকা নিয়েছেন। টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) নেওয়া মানুষের সংখ্যা ১ কোটি ৯০ লাখের বেশি।