ইসরায়েলের উত্তরে বন্দুকধারীর হামলা, দক্ষিণে আলোচনা

ইসরায়েলের হাদেরাতে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন
ছবি: এএফপি

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাদেরাতে বন্দুকধারীর হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এ হামলা হয়। পরে পুলিশের গুলিতে দুই সন্দেহভাজন হামলাকারীও নিহত হন। উত্তরাঞ্চলে যখন হামলা চলছিল তখন দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের আঞ্চলিক বৈঠক চলছিল। ইসরায়েলি পুলিশ ও চিকিৎসকদের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের তথ্য অনুযায়ী, দুই সন্ত্রাসী হাদেরা এলাকার হারবার্ত স্যামুয়েল স্ট্রিটে পৌঁছেই সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর গুলি ছুড়তে শুরু করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে উল্লেখ করেছে তারা।
ইসরায়েলি পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে থাকা পুলিশ বাহিনীর একটি বিশেষ দলের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলে। অল্প সময়ের গোলাগুলির পর দুই হামলাকারী নিহত হন।

আঞ্চলিক পুলিশের উপকমান্ডার দুদু বোয়ানি সাংবাদিকদের বলেন, হামলায় নিহত ব্যক্তিদের দুজনই পুলিশ কর্মকর্তা। হামলাকারীদেরও গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। জরুরি চিকিৎসা কর্তৃপক্ষ মাহ-দাহ বলেছে, দুই ইসরায়েলি নিহত হয়েছেন এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে ঘটনাস্থলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

এক সপ্তাহেরও কম সময় আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশিবায় আইএসপন্থী এক ব্যক্তির ছুরিকাঘাত ও গাড়িচাপায় চার ইসরায়েলি নিহত হন।

গতকাল যখন উত্তরাঞ্চলীয় শহরে হামলা হয়, তখন দক্ষিণাঞ্চলের একটি রিসোর্টে তিন আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী, মিসরের শীর্ষ কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডের বৈঠক চলছিল। গতকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ বৈঠককে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইসরায়েল।

বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো—আব্রাহাম চুক্তির আওতায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওই চুক্তি সইয়ের পর দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পথ সুগম হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যপ্রাচ্য সফরকেও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইউক্রেনে শান্তি ফেরাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে রেখেছে ইসরায়েল।