ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৫

ইসরায়েলের বাওশিব শহরে বিগ নামের একটি শপিং সেন্টারে এ হামলা হয়
ছবি: রয়টার্স

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি শপিং সেন্টারে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, বাওশিব শহরে বিগ নামের একটি শপিং সেন্টারে ছুরির আঘাতে তিনজন নিহত হন। এরপর আততায়ীর গাড়িচাপায় আরও একজন নিহত হন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শপিং সেন্টারে চারজনকে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এক বাসচালকের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলছে, হামলাকারী একজন ইসরায়েলি আরব। আইএস গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কারণে একবার তাঁর কারাদণ্ড হয়েছিল।

হামলাকারীর নাম মুহাম্মদ গালিব আহমাদ আবু আলকিয়ান। বাওশিব থেকে ১২ মাইল দূরে বেদুইনদের হুরা শহরের স্কুলশিক্ষক তিনি। আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করায় ২০১৫ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। অপরাধী সাব্যস্ত হলে দণ্ড শেষে ২০১৯ সালে ছাড়া পান তিনি।

হামলায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনাকে একটি জঘন্য সন্ত্রাসী হামলা অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।