করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে ইসরায়েল।
ফাইল ছবি: রয়টার্স

করোনার অমিক্রন ধরনের দাপটের মুখে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে ইসরায়েল। ৬০ বছরের বেশি বয়সী, স্বাস্থ্যকর্মী, রোগপ্রতিরোধ ব্যবস্থা দুর্বল এমন ব্যক্তিরা এই ডোজ পাবেন। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার চতুর্থ ডোজ দেওয়ার বিষয়টি সুপারিশ করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেল। করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এই ডোজ নেওয়া যাবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয় এ সুপারিশ অনুমোদন করবে।

চতুর্থ ডোজ দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। অমিক্রনের সংক্রমণ ঠেকাতে এ পদক্ষেপ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েলে এখন পর্যন্ত ৩৪১ জনের শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে। বাড়ছে করোনার সংক্রমণও। মঙ্গলবার দেশটিতে নতুন করে ৯০৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। গত সাত দিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুরু থেকেই করোনার টিকাদানের দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে ইসরায়েল। বুস্টার ডোজ দেওয়া প্রথম শুরু করে দেশটি। ইসরায়েলের ৯৩ লাখ জনসংখ্যার মধ্যে ৭০ শতাংশ যোগ্য ব্যক্তিই এর মধ্যে টিকার দুই ডোজ নিয়েছেন। আর তিনটি ডোজ পেয়েছেন ৪৫ শতাংশ।

গত নভেম্বরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে।

নাফতালি বেনেট বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিটি শিশুকে টিকা দিতে চান তিনি যাতে করোনা সংক্রমণের আরেকটি ঢেউ ঠেকানো যায়।