গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দিল তুরস্ক

নাতালি ওকনিন ও মোরডি দম্পতি
ছবি: রয়টার্স

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দিয়েছে তুরস্ক। তাঁদের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট ভবনের ছবি তোলার অভিযোগ আনা হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়, প্রায় এক সপ্তাহ বন্দী থাকার পর মোরডি ও নাতালি ওকনিন দম্পতিকে মুক্তি দেয় তুরস্ক। তাঁরা ইসরায়েলে পৌঁছেছেন।

মোরডি ও নাতালি ওকনিন দুজনই বাসচালক। তাঁদের দাবি, ইস্তাম্বুলে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাসভবনের ছবি তোলার অভিযোগে তাঁদের আটক করা হয়।

তবে ইসরায়েল সরকার ও এই দম্পতি তাঁদের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন। এ দম্পতিকে গ্রেপ্তারের ঘটনাটি ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়। এ ঘটনায় দুটি দেশের বিবাদ শুরুর আশঙ্কা দেখা দিয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি আজ বৃহস্পতিবার এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করতে পারেন। ২০১৩ সালের পর দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এটাই হবে প্রথম টেলিফোন আলাপ।

মুক্তি পাওয়ার পর পুরো জাতিকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান নাতালি ওকনিন।