পশ্চিম তীরে ৩ হাজার নতুন বসতি স্থাপন করতে চায় ইসরায়েল
দখল করা পশ্চিম তীরে নতুন করে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির পরিকল্পনা বিষয়ক সরকারি কমিটি ইতিমধ্যে নতুন বসতি স্থাপনের এই পরিকল্পনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনের উদ্যোগের বিরোধিতা করার পর পরই এই পরিকল্পনার কথা জানা গেল। খবর গার্ডিয়ান ও বিবিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম তীরে নতুন করে প্রায় তিন হাজার ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল সরকার। বসতি স্থাপন বিরোধীদের সংগঠন পিস নাও–এর কর্মকর্তা হাগিত ওফরান সংবাদমাধ্যমটিকে এই তথ্য জানিয়েছেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের বেসরকারি সংবাদমাধ্যম কান পশ্চিম তীরে তিন হাজার ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদনের খবর প্রকাশ করেছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গতকাল বুধবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে প্রায় তিন হাজার ১০০–এর বেশি ইহুদি বসতি স্থাপন করতে চায় ইসরায়েল। দেশটির সরকারি পরিকল্পনা কমিশন ইতিমধ্যে ১ হাজার ৮০০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। ইহুদিবাদী দৃষ্টিভঙ্গি কার্যকরের জন্য পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি জোরদার করা জরুরি বলে মনে করেন ইসরায়েলের নীতিনির্ধারকেরা।
ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার গত রোববার দখল করা পশ্চিম তীরে আরও ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পশ্চিম তীরে ১ হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছে। নতুন বসতিগুলোয় দুই হাজারের বেশি বাসিন্দা থাকতে পারবে। গত আগস্টেই পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার।
এদিকে দখল করা পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার ‘তীব্র বিরোধিতা’ করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে হাজারের বেশি বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল সরকার। মার্কিন প্রশাসন ইসরায়েলের এমন পরিকল্পনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
এই বিষয়ে নেড প্রাইস আরও বলেন, ‘আমরা (মার্কিন প্রশাসন) ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র বিরোধিতা করছি। এই উদ্যোগ ওই অঞ্চলের উত্তেজনা কমিয়ে আনার প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বাড়াবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানে অগ্রগতি থমকে যাবে।’
নতুন করে ইহুদি বসতি নির্মাণের ইসরায়েলি পরিকল্পনাকে ফিলিস্তিনিদের ওপর ‘আগ্রাসন’ বলে বর্ণনা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়াহ। ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।