প্রথম দেশ হিসেবে টিকা নিয়ে যে কাজ করতে যাচ্ছে ইসরায়েল

কোভিড টিকার বুস্টার ডোজ নিচ্ছেন ইসরায়েলের একজন বয়োজ্যেষ্ঠ নারী
ফাইল ছবি: রয়টার্স

প্রথম দেশ হিসেবে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। সম্প্রতি শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। অমিক্রনের প্রাদুর্ভাবে নতুন করে আরেকটি ঢেউ যাতে শুরু না হয়, তার প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল সরকার।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী মানুষ ও স্বাস্থ্যকর্মীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দেশটির কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইসরায়েলে প্রথমবারের মতো করোনার অমিক্রন ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানা গেল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইসরায়েলে এখন পর্যন্ত করোনার অমিক্রন ধরনে অন্তত ৩৪০ জনের আক্রান্ত হওয়ার কথা জানতে পেরেছে তারা।

চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা দেশটির ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর বিবিসিকে জানিয়েছে, তৃতীয় ডোজ টিকা নেওয়ার অন্তত চার মাস পার হয়েছে—এমন মানুষকে চতুর্থ ডোজ দেওয়া হবে।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে ইসরায়েলে ১৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।