বাগদাদে ঈদের কেনাকাটার সময় মার্কেটে বোমা হামলা, নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। আহত প্রায় ৫০ জন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে স্থানীয় সময় গতকাল সোমবার রাতে বাগদাদের সদর সিটি এলাকার একটি মার্কেটে এই বোমা হামলা হয়। এ সময় মার্কেটে ঈদ উপলক্ষে কেনাকাটা চলছিল। গত কয়েক মাসের মধ্যে ইরাকে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৮ জন নারী ও ৭টি শিশু রয়েছে। বোমা বিস্ফোরিত হওয়ার পর ঘটনাস্থলে অনেকের মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছেন এএফপির এক ফটোসাংবাদিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলার পর আহত লোকজন আর্তচিৎকার করছেন।
বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কিছু দোকানের ছাউনি উড়ে যায়। আগুন ধরে যায় অনেক দোকানে।
ঈদের ঠিক আগমুহূর্তে চালানো এই হামলাকে ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ।
টুইটারে দেওয়া এক পোস্টে ইরাকের প্রেসিডেন্ট বলেন, ঈদের প্রাক্কালে সদর সিটির বেসামরিক লোকজনের ওপর হামলা করেছে হামলাকারীরা। তারা মানুষকে এক মুহূর্তের জন্যও আনন্দ করতে দেবে না।
হামলার বিষয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে বলেছে, এটা ইরাকের জন্য একটি দুঃখজনক ঈদের রাত। হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও আন্তরিক সমবেদনা জানিয়েছে তারা।
হামলার দায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। আইএস বলেছে, তাদের এক সদস্য এই হামলা চালিয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে বাগদাদের একটি বাজারে দুটি বোমা হামলা চালায় আইএস। ওই হামলায় ৩২ জন নিহত হন। গত তিন বছরের মধ্যে সেটি সবচেয়ে ভয়াবহ হামলা ছিল।