লুট হওয়া শিল্পকর্ম যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার পর ইরাকের জাদুঘর খুলছে

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।
ছবি: রয়টার্স

ইরাক থেকে ১৭ হাজার লুট হওয়া শিল্পকর্ম যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বাগদাদে ইরাক জাদুঘর আবার খোলার নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটে খাদেমি বলেছেন, ‘১৭ হাজার ইরাকি শিল্পকর্ম ফেরত আনার পর আমি ইরাক জাদুঘর জনসাধারণ ও গবেষকদের জন্য আবার খোলার নির্দেশ দিয়েছি।’ এর আগে গত বুধবার দেশটির সংস্কৃতি, পর্যটন ও পুরাকীর্তিমন্ত্রী হাসান নাদিম এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকৃত শিলালিপিগুলো ৪ হাজার ৫০০ বছরের পুরোনো।

এগুলো সুমেরীয় সভ্যতার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন নথি বহন করে। অফিশিয়াল পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে মার্কিন সেনাদের হাতে সাদ্দাম হোসেনের পতনের পর প্রস্তরযুগ, ব্যাবিলিয়ন, আসিরিয়ান ও ইসলামিক যুগের প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা ধ্বংস করে লুটেরাদের দল।

ইরাকের প্রায় ১০ হাজার এলাকা আনুষ্ঠানিকভাবে প্রত্নতাত্ত্বিক অঞ্চল হিসেবে স্বীকৃত। কিন্তু এসব জায়গার অধিকাংশই সুরক্ষিত নয়। এএফপি, বাগদাদ