পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইমরানের মন্তব্যটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ওই ভিডিও ক্লিপটি ৩ লাখ ৬৩ হাজারবার দেখা হয়েছে। বিশ্বজুড়ে নেটিজেনরা সেখানে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।
টুইটারে একজন লিখেছেন, ‘শাহবাজ শরিফ আমাদের ভিক্ষুক বলে ডাকেন। আর ইমরান খান ডাকেন গাধা বলে। মাশা আল্লাহ, এমন উদ্বুদ্ধকারী নেতাদের পেয়ে আমরা পাকিস্তানিরা ধন্য।’
আরেকজন ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘তিনি নিজেকে নিজে গাধা বলছেন।’