বুধবার বিকেলে লাহোরের বাতাসে বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম) মাপকাঠি ছিল ৩৮৬ পয়েন্ট
ছবি: এএফপি

বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। দৈনিক পত্রিকা ডন অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বুধবার বিকেলে শীর্ষে উঠে এসেছিল পাকিস্তানের এ শহর। কিন্তু পরে সন্ধ্যায় বায়ুমানের কিছুটা উন্নতি হলে সূচকে লাহোর দ্বিতীয় স্থানে চলে যায়। সূচকে আবার শীর্ষে উঠে আসে ভারতের রাজধানী নয়াদিল্লি।

যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) কর্তৃক প্রকাশিত বায়ুদূষণের তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের উহান। বায়ুমান সূচকে চতুর্থ স্থানটি রাশিয়ার ক্রাসনয়োইয়র্কস শহরের। আর পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

বুধবার বিকেলে লাহোরের বাতাসে বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণার (পিএম) মাপকাঠি ছিল ৩৮৬ পয়েন্ট। এর অর্থ হলো তখন লাহোরের বায়ুমান ছিল বিপজ্জনক ক্যাটাগরিতে। তবে দিনের শেষে বায়ুমানে কিছু উন্নতি হয়। ওই দিন স্থানীয় সময় রাত সোয়া ৯টায় পিএমের মাপকাঠি ছিল ২২৬ পয়েন্ট।

তবে এই হিসাব ছিল গড়। বুধবার লাহোরের কিছু কিছু এলাকায় বায়ুমানের অবস্থা ছিল আরও ভয়াবহ। ওই দিন লাহোরের শিল্প এলাকা কোট লাখপাটে পিএম মাপকাঠি ৪৫০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এ ছাড়া শহরটির আনারকলি বাজার, টাউনশিপ ও ফতেহগড় এলাকায় বায়ুমান সূচক ছিল ৩০০ পয়েন্টের বেশি।