নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন শাহবাজ

লাহোরে গতকাল বুধবার রাতে সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ। ছবি: এএফপি
লাহোরে গতকাল বুধবার রাতে সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ। ছবি: এএফপি

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফ। ডন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল বুধবার দেশটির জাতীয় পরিষদের ২৭২টি আসনে সরাসরি ভোট হয়। ফলাফলে শেষ তথ্য অনুযায়ী, ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে বেশ পিছিয়ে থাকতে পারে পিটিআই।

৪৭ শতাংশ কেন্দ্রের ভোট গণনার তথ্যের ভিত্তিতে ডন জানায়, পিটিআই এগিয়ে ১১৪ আসনে। দ্বিতীয় অবস্থানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ‘দল’ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। নওয়াজের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বে দলটি এগিয়ে ৬৪ আসনে। তৃতীয় অবস্থানে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপি এগিয়ে ৪২ আসনে।

গত রাতে লাহোরে সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন শাহবাজ শরিফ। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নানা আপত্তি ও অনিয়মের কথা তুলে ধরেন তিনি।

শাহবাজ বলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনের যে ফল নির্বাচন কমিশন দিচ্ছে, তা তাঁর দল মেনে নেবে না।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা পুরোপুরি এই ফল প্রত্যাখ্যান করছি।’

গতকাল অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফলকে পাকিস্তানের জনগণের ম্যান্ডেটের প্রকাশ্য লঙ্ঘন বলে বর্ণনা করেন শাহবাজ শরিফ।

সাধারণ নির্বাচনে ইমরান খান জয়ী হতে চললেও তাঁর প্রধানমন্ত্রী হওয়া নির্ভর করছে অনেক হিসাব-নিকাশের ওপর।

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে রক্ত ঝরিয়ে গতকাল পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সেনা, পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর আট লাখের মতো সদস্য মোতায়েনের পরও নির্বাচনী সহিংসতায় ৩৬ প্রাণ ঝরেছে।