পাকিস্তানে সাপ্তাহিক ছুটি এক দিন

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ
ফাইল ছবি এএফপি

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আজ মঙ্গলবার সরকারি অফিসে সাপ্তাহিক দুই দিনের ছুটি বাতিল এবং অফিসের সময় পাল্টে দিয়েছেন।

গতকাল সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরিফ। জিও নিউজ জানায়, সরকারি কর্মীদের অফিসে পৌঁছানোর আগেই সকাল সাতটার দিকে নিজ কার্যালয়ে হাজির হন তিনি।

পরে সরকারি অফিসে কর্মীদের হাজির হওয়ার সময় সকাল ১০টার পরিবর্তে ৮টা করেন। এ ছাড়া সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি কেবল এক দিন থাকবে বলে ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপি করার ঘোষণা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেন।