পাকিস্তানে ১২ লাখ ডোজ টিকা পাঠাল কোভ্যাক্স

পাকিস্তানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স
ফাইল ছবি। রয়টার্স

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির আওতায় ১২ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে পাকিস্তান। আজ শনিবার পাকিস্তানে পৌঁছেছে এসব টিকা। পাকিস্তানে এটাই কোভ্যাক্সের প্রথম টিকার চালান।
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিজ্ঞপ্তিতে কথা জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম চালানে পাকিস্তানে ১২ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে কোভ্যাক্স। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা।

করোনার সংক্রমণ হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, আজ শনিবার পর্যন্ত দেশটিতে ৮ লাখ ৫৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৭৯৭ জন।

আরও পড়ুন

করোনা মহামারি মোকাবিলায় বিশ্বজুড়ে সুষ্ঠু ও সমহারে টিকা বণ্টনের জন্য গত বছরের মাঝামাঝি কোভ্যাক্স কর্মসূচি শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও ইউনিসেফ। এই কর্মসূচির আওতায় প্রতিটা দেশকে চলতি বছরের শেষ নাগাদ মোট জনসংখ্যার কমপক্ষে ২০ শতাংশ টিকার সরবরাহ করার কথা।

আরও পড়ুন

তবে করোনার টিকার ঘাটতি চলমান মহামারি মোকাবিলায় বৈশ্বিক এ উদ্যোগকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ সময়মতো টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।