default-image

মা বেনজির ভুট্টো ও বাবা আসিফ জারদারি তাঁদের বিয়ের অনুষ্ঠানে যে আয়নায় মুখ দেখেছিলেন, সেই একই আয়নায় মুখ দেখেছেন বখতাওয়ার ভুট্টো জারদারি। বিয়েতে প্রচলিত প্রথা অনুসারে স্বামীর সঙ্গে একই আয়নায় মুখ দেখেন বখতাওয়ার।

ইনস্টাগ্রামে বখতাওয়ার এ-সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন।

জিয়ো টিভিতে আজ শুক্রবার এ–সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। বিয়েতে বর ও কনের একসঙ্গে আয়না দেখার ওই প্রথা ‘আরশি মুসাফ’ নামে পরিচিত। গত ২৯ জানুয়ারি ব্যবসায়ী মাহমুদ চৌধুরীর সঙ্গে বিয়ে হয় বখতাওয়ার ভুট্টো জারদারির।

বিজ্ঞাপন

বিয়ের নানা অনুষ্ঠানের একাধিক ছবি বখতাওয়ার ও মাহমুদ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এক দিন আগে বখতাওয়ার তাঁর মেহেদি অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন।

পাকিস্তান পিপলস পার্টির গণমাধ্যম সেল বলছে, মাহমুদ চৌধুরীর পরিবার পাকিস্তানের লাহোরে থাকতেন। পিপিপির এক বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালে সংযুক্ত আরব আমিরাতে যান মাহমুদ চৌধুরীর বাবা মোহাম্মদ ইউনুস চৌধুরী। সেখানেই তিনি ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন।

১৯৮৮ সালের ২৮ জুলাই আবুধাবিতে জন্মগ্রহণ করেন মাহমুদ।

পাকিস্তান থেকে আরও পড়ুন
মন্তব্য করুন