অনিবন্ধিত অভিবাসীদের প্রতি কর প্রদানের আহ্বান ওকাসিওর
নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ সবাইকে কর প্রদানের আহ্বান জানিয়েছেন। বৈধ-অবৈধ নির্বিশেষে সব অভিবাসীকে কর পরিশোধের আহ্বান জানিয়েছেন এ তরুণ কংগ্রেস সদস্য।
আমেরিকার নতুন অভিবাসন নীতি অনুযায়ী, আমেরিকায় অবস্থানের সময়কাল, কাজের অনুমতি পাওয়ার পরও চেকে কাজ করছে কিনা এবং সময়মতো কর পরিশোধ করছে কি না—এসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে এসব যাচাই-বাছাই করেই স্থায়ীভাবে বসবাসের আবেদন মঞ্জুর করা হবে। এ অবস্থায় অভিবাসীদের করণীয় নিয়ে ওকাসিও-কর্টেজ বলেন, ‘আপনি কর দেবেন আপনার সন্তানের জন্য। কারণ, এখানে আপনার সন্তানেরা বিনা মূল্যে পড়াশোনা করছে। এটি কোনো সমস্যা নয়। এটি একটি অন্তর্নিহিত সুযোগ, যার মূল্য উপলব্ধি করা জরুরি।’
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, ‘অনিবন্ধিত অভিবাসীরা বিলিয়ন বিলিয়ন ডলার কর দেন! সরকারি সেবাগুলো অভিবাসীদের জন্য উপহার নয়। প্রকৃতপক্ষে, অনিবন্ধিত অভিবাসীরা প্রতি বছর ফেডারেল কর হিসেবে বিলিয়ন ডলার পরিশোধ করে, যা অভিবাসন বিতর্কে সব সময় উপেক্ষা করা হয়।’
ইকোনমিক ইনস্টিটিউট অন ট্যাক্স নামের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, করের ক্ষেত্রে অবৈধভাবে আসা অভিবাসীদের ঠিক কতটা অবদান রয়েছে, তা সঠিকভাবে বলা মুশকিল। আমেরিকায় বসবাসরত ১ কোটি ১২ লাখ অনিবন্ধিত অভিবাসী কর হিসেবে ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করছেন-যার মূল্য অপরিসীম।
আমেরিকায় বসবাসরত ও কর্মরত অন্য সবার মতো অনিবন্ধিত অভিবাসীরাও তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ রাষ্ট্রীয় ও স্থানীয় কর হিসেবে পরিশোধ করে। প্রতিবেদনে বলা হয়, বিক্রয় কর ও শুল্ক প্রদানের পাশাপাশি পোশাক থেকে শুরু করে বিভিন্ন পণ্য কেনার সময় এবং পরোক্ষভাবে ভাড়াটে হিসেবে সম্পত্তি কর পরিশোধ করে। কমপক্ষে অর্ধেক অনিবন্ধিত অভিবাসী আইনি মর্যাদার অভাব সত্ত্বেও আয়কর প্রদান করছে। অনিবন্ধিত অভিবাসীরা ২০১০ সালে আনুমানিক ১০৬ কোটি ডলার কর দিয়েছিল। অনিবন্ধিত অভিবাসীদের আইনত আমেরিকায় কাজ করার অনুমতি দেওয়া হলে তাদের কাছ থেকেই বছরে আনুমানিক ২০০ কোটি ডলার অঙ্গরাজ্য ও স্থানীয় কর সংগ্রহ সম্ভব হবে। প্রতিবেদনে বলা হয়, অনিবন্ধিত অভিবাসীরা মোট শ্রমশক্তির ৫ শতাংশ। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে মার্কিন অর্থনীতিই বিপদে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।