কুইন্সের অ্যাস্টোরিয়ার এক বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ১৯ স্ট্রিটের এক দ্বিতল ভবন থেকে এ সরঞ্জাম উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানে একটি সন্দেহজনক ব্যাগ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও নির্দেশিকা উদ্ধার করা হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা ও সন্ত্রাসনিরোধ বাহিনীর ডেপুটি কমিশনার জন মিলার বলেন, বোমাটি সংযোজিত করার কোনো সরঞ্জাম না পাওয়া গেলেও ব্যাগে রক্ষিত রাসায়নিক সামগ্রী বিপজ্জনক। এ ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির নিচতলার এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ, যাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেছে একটি সূত্র। আগুনে তিনিও আহত হয়েছেন। তাঁকে এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্কের দমকল বিভাগ জানায়, ১৫ সেপ্টেম্বর দুপুরে ভবনটিতে আগুন লাগে। পরে দমকল বিভাগের ১২টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর ঘটনাস্থল পরিদর্শনকালে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করেন ফায়ার মার্শাল। ঘটনাস্থলটি পুলিশের বোমা নিষ্ক্রিয় শাখার বিশেষজ্ঞদের দ্বারা ঘিরে রাখা হয়েছে।