আটলান্টায় লীলাবতীর 'কবি প্রণাম' অনুষ্ঠান

লীলাবতী সংগীত নিকেতন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শিল্পীবৃন্দ।
লীলাবতী সংগীত নিকেতন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শিল্পীবৃন্দ।

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে লীলাবতী সংগীত নিকেতনের উদ্যোগে ‘কবি প্রণাম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৪ আগস্ট নরক্রসের ৫৭৭৫, জিমি কার্টার বুলেভার্ডের জে সি ইভেন্ট হলে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটি সাজানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সম্ভারে। সাংস্কৃতিক অনুষ্ঠানে লীলাবতী সংগীত নিকেতনের শিক্ষার্থীরাসহ আটলান্টা প্রবাসী শিল্পীরা একক ও সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশন করেন।
নন্দিত সঞ্চালক ফারাহ মোয়াজ্জেম চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঐশী বিশ্বাস, অনন্যা দাশ, কাজরী মিত্র, ডিম্পল মজুমদার, তাহমিদ রহমান, নাজনীন ইসলাম, সঞ্জয় প্যাটেল, রোকসানা হক, রুবিনা শম্পা, চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রশেখর দত্ত, অমিতাভ সেন ও সুভদ্র গুপ্ত।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে পিয়ালী বিশ্বাস ও অনন্যা রিমি। অনুষ্ঠানে শ্রোতাদের বাড়তি পাওনা ছিল যন্ত্রশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। অনুষ্ঠানে যন্ত্রসংগীতে বেহালায় ছিলেন অমিতাভ সেন, সেতারে এম এইচ আকমল, তবলায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, মন্দিরায় সুভদ্র গুপ্ত ও কিবোর্ডে পিয়া সেনগুপ্তা। শব্দ সমন্বয় ও নিয়ন্ত্রণে মুনশিয়ানা দেখিয়েছেন আজিজুল হক এবং তাঁকে যোগ্য সহযোগিতা করেন মারুফ মাহবুব। রুখসানা হকের মঞ্চসজ্জা ও সামগ্রিক ব্যবস্থাপনা সুধীজনের প্রশংসা কুড়ায়।
লীলাবতী সংগীত নিকেতনের পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী চন্দ্রশেখর দত্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করায় সংস্কৃতিপ্রেমীদের ধন্যবাদ জানান। বিপুলসংখ্যক দর্শক প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।