আটলান্টিক সিটিতে ঈদুল আজহা উদ্যাপিত

আটলান্টিক সিটিতে ঈদুল আজহার একটি জামাতে মুসল্লিরা
আটলান্টিক সিটিতে ঈদুল আজহার একটি জামাতে মুসল্লিরা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে।
১১ আগস্ট সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি-আমেরিকান মুসলিম সম্প্রদায়সহ বিপুলসংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হয়। বড়দের সঙ্গে ছোটরাও রং-বেরংয়ের পায়জামা-পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশ নেয়। জামাতে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
আটলান্টিক সিটিতে বাংলাদেশি-আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল হেরায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিপুলসংখ্যক মুসলিম ঈদের জামাতে অংশ নেয়। মসজিদের ভেতর স্থান সংকুলান না হওয়ায় মসজিদের বাইরে পার্কিং লটেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। সকাল পৌনে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মসজিদ আল হেরার ইমাম মো. রুহুল আমিন ইমামতি করেন। নামাজ শেষে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও আটলান্টিক সিটির ৩৫৩৬-৩৮ আটলান্টিক অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল তাকওয়ার উদ্যোগে ১০০৮, এবসিকন বুলেভার্দে অবস্থিত আরমরি সেন্টারে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশি-আমেরিকান মুসলিম সম্প্রদায়সহ বিপুলসংখ্যক মুসলমান এখানে ঈদের জামাতে অংশ নেয়। নামাজে ইমামতি করেন মসজিদ আল তাকওয়ার ইমাম তৌফিক আজিজ। মোনাজাতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
আটলান্টিক সিটির ৩০০, নর্থ আলবেনি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ মুহাম্মদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়। মসজিদ মুহাম্মদের ইমাম আমিন মুহাম্মদ ইমামতি করেন। এখানও মোনাজাতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
এ ছাড়া আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশিপ, এবসিকন, গ্যালাওয়ে, নর্থ ফিল্ডসহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে অবস্থিত মসজিদে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজ আদায় শেষে তাঁরা পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন।
কোরবানি শেষে প্রবাসীরা মোবাইলে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে যান লং ড্রাইভে। অনেকে বিভিন্ন ধরনের ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসীরা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ফারুক হোসেন, অ্যাসাল নিউজার্সি চ্যাপ্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস ও সাধারণ সম্পাদক মিরাজ খান, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন এমরান, বিএনপি অব নিউজার্সি স্টেট সাউথের সদস্যসচিব রহমান বাবুল, খালেদা জিয়া মুক্তিসংগ্রাম পরিষদ নিউজার্সি চ্যাপ্টারের আহ্বায়ক মো. আইয়ুব ও সদস্যসচিব কাজী লিটন, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি মোহাম্মদ হোসেন জনি ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি আমেরিকান মো. হোসাইন মোর্শেদ ও সোহেল আহমদ, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের সভাপতি ওবায়ুদুল্লাহ চৌধুরী, মসজিদ আল হেরার সভাপতি জসীম উদ্দীন, মসজিদ আল হেরার ইমাম রুহুল আমিন, বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহীন, অনলাইন পত্রিকা বাংলা খবর-এর সম্পাদক মনিরুজামান মনির, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সির প্রধান সম্পাদক শেখ শিমুল, অনলাইন পত্রিকা কাক আটলান্টিক এর সম্পাদক সাঈদ দোহা প্রমুখ।
তাঁরা আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বাংলাদেশিদের সমাজ জীবনে হিংসা-বিদ্বেষের অবসান ঘটবে, পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি এবং সবার সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সুসম্পর্ক গড়ে উঠবে। সুদৃঢ় হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।