আটলান্টিক সিটিতে এনএএসিপির সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটিতে দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট সন্ধ্যা ছয়টায় আটলান্টিক সিটির ৪২৩ নর্থ ওহাইও অ্যাভিনিউয়ে অবস্থিত জেত্রো মেমোরিয়াল প্রেসবাইটেরিয়ানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ। এনএএসিপির সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভায় সংগঠনের কোষাধ্যক্ষ লিন্ডা ইস্টিল মাসিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া সংগঠনের নেতৃবৃন্দ আগামী সাত সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘পারিবারিক উৎসব’ সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। এই উৎসবে নিউজার্সি রাজ্যের ফার্স্ট লেডি টেমি মারফি উপস্থিত থাকবেন।
এনএএসিপির সভায় নিউজার্সি রাজ্যের অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, চার্লস গুডম্যান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরীসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।