আটলান্টিক সিটিতে প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর সভা অনুষ্ঠিত

সভায় প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর সদস্যরা
সভায় প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর সদস্যরা

আটলান্টিক সিটিতে বসবাসরত বৃহত্তর বরিশালবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে এই সভা অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটির কাউন্সিল নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. হোসাইন মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—সোলায়মান সেরনিয়াবাত, মো. দিদার, মো. জামান, কাজল বাড়ৈ, মো. ইয়াসিন, কামাল, কিবরিয়া, শহীদ খান, মো. শাহীন, হুমায়ুন কবির শিকদার, শামসুল ইসলাম শাহজাহান, আহমেদ এন শিকদার প্রমুখ।
এ ছাড়া আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে একটি সংগঠন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।