আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে।

১৫ অক্টোবর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর অ্যান্ড হেড অব চ্যান্সারি চৌধুরী সুলতানা পারভীন, প্রথম সচিব মো. শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. সেলিম হোসেন ও মো. মোশাররফ হোসেন, ডেসপ্যাচ রাইডার মো. সোহেল গাজী, ড্রাইভার শফিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলেটের সেবা গ্রহণ করায় এবং কনস্যুলেট সেবা প্রদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।