আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত

সুহৃদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা
সুহৃদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা

আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট আটলান্টিক সিটির ১০৫, নর্থ ডিলেন্স প্লেসে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করা হয়।
আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাংলাদেশি-আমেরিকান সোহেল আহমদ তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সুহৃদ সমাবেশের আয়োজন করেন।
সুহৃদ সমাবেশের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, বারবিকিউ, সুহৃদ আড্ডা, মতবিনিময় ইত্যাদি। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, মূলধারার রাজনীতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন কমিউনিটির সর্বস্তরের লোকজন এই সুহৃদ সমাবেশে যোগ দেন।
আটলান্টিক কাউন্টির বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তি ছাড়াও কমিউনিটির সর্বস্তরের লোকজন এই ‘সুহৃদ সমাবেশ’এ যোগ দেওয়ায় একপর্যায়ে তা সম্প্রীতি সমাবেশে রূপ নেয়।
সুহৃদ সমাবেশে আটলান্টিক কাউন্টির শেরিফ, ফ্রি হোল্ডার প্রার্থী, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড থেকে সিটি কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য, আটলান্টিক সিটি ডেমোক্রেটিক দলের কমিটি পারসন, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাউথ জার্সি বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির কর্মকর্তা, জিটনি অ্যাসোসিয়েশনের সদস্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা, বেঙ্গল ক্লাবের কর্মকর্তা, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা, চট্টগ্রাম সমিতির কর্মকর্তা, আটলান্টিক সিটি প্রেসক্লাবের কর্মকর্তা, গোল্ডেন হার্টের কর্মকর্তা, লায়ন্স ক্লাবের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এই সমাবেশের আয়োজক সোহেল আহমদ সমাবেশে যোগ দিয়ে তা সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।