আবরার হত্যার প্রতিবাদে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশি শিক্ষার্থীরা
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড স্কলারসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের সিল অব টেক্সাসের সামনে ১০ অক্টোবর আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও শিক্ষাঙ্গনে চলমান সহিংসতার তীব্র প্রতিবাদ জানান। শুরুতে আরবার ফাহাদের স্মরণে নীরবতা পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই শোক মেনে নেওয়া যায় না। এ এক অপূরণীয় ক্ষতি। একটি পরিবার আজীবন এই শোক বয়ে নিয়ে যাবে। বুয়েটসহ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের আজন্মলালিত ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের চলমান অবক্ষয় থেকে এখনই জাতিকে ঘুরে দাঁড়াতে হবে এবং এই মৃত্যুর মিছিল অবশ্যই থামাতে হবে।