আবরার হত্যার প্রতিবাদে ব্রুকলিন ও ব্রঙ্কসে বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকার অন্যতম ব্রুকলিনে গত ১৩ অক্টোবর এবং ব্রঙ্কসের পার্কচেস্টারে ১৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশি আমেরিকান প্রগ্রেসিভ ফোরাম (বাপফ)।
বিক্ষোভ সমাবেশে আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের বিচারের দাবি করে বক্তারা বলেছেন, ‘আবরার হত্যার পেছনে ছাত্রলীগের অতিমাত্রায় ভারত প্রেম প্রেরণা জুগিয়েছে। দেশপ্রেমিক আবরারের ভারত বিদ্বেষী স্ট্যাটাস দেওয়ার কারণে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
বক্তারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। ভারতের সঙ্গে দেশের স্বার্থ চুক্তির বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সরকার দলীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে। এটা লজ্জার বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে তাঁদের জীবন আজ বিপর্যয়ের মুখে। ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আজ সন্ত্রাসের কেন্দ্রে পরিণত করেছে। অবিলম্বে আববার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
ব্রুকলিনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষাবিদ আবুসামীহাহ সিরাজুল ইসলাম, কমিউনিটি লিডার নূরুল আনোয়ার, মাওলানা সিহাব উদ্দিন, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি এ এইচ এম রহমত উল্যাহ ভূঁইয়া প্রমুখ।
ব্রঙ্কসে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—রাশেদুজ্জামান রাশেদ, নূরুস সামাদ চৌধুরী, হাফিজ জাকির, নাজিমুদ্দিন, শাহ জালাল, আফজালুর রহমান, রেজাউল করীম, মাহমুদুল হাসান প্রমুখ। ব্রঙ্কস ও ব্রুকলিনের সমাবেশে আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।