আমাজন প্রাইমে মিসির আলীকে নিয়ে নাটক

মিসির আলীকে নিয়ে ‘ভয়’ নামে নাটক নির্মাণ করছেন নাফে মোহাম্মদ এনাম
মিসির আলীকে নিয়ে ‘ভয়’ নামে নাটক নির্মাণ করছেন নাফে মোহাম্মদ এনাম

বাংলাদেশের বাইরে সম্পূর্ণ বাংলায় মুদ্রিত ফিকশন পত্রিকা ‘হররপত্রিকা’ জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের মিসির আলী নিয়ে নির্মাণ করবে ভৌতিক ও রহস্যধর্মী নাটক ‘ভয়’। নাটকটির চিত্রনাট্য লিখছেন গল্পকার ও হররপত্রিকার সম্পাদক নাফে মোহাম্মদ এনাম।
নাফে মোহাম্মদ এনাম আমাজন প্রাইম ভিডিওর জন্য ‘আনকেনি এপিসোডস’ নামের একটি ওয়েব সিরিজ তৈরির পরিকল্পনা করছেন। এতে মিসির আলীকে নিয়ে ‘ভয়’ নামের এ সাইকো-ড্রামাকে অন্তর্ভুক্ত করবেন। বিদেশি দর্শকদের সঙ্গে মিসির আলিকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ পরিকল্পনা করা হয়েছে। লন্ডনের ‘কাপ অব টি’ স্টুডিওর প্রযোজনায় নাটকটির কাজ শুরু হবে শিগগিরই।
নাটকটি বানানোর লিখিত অনুমতি সরাসরি হ‌ুমায়ূন আহমেদের কাছ থেকে অনেক আগে পেলেও গল্পকার নাফে মোহাম্মদ এনাম নতুনদের দিয়ে এর চিত্রনাট্য তৈরি করাতে চেয়েছিলেন। কিন্তু মানসম্মত স্ক্রিপ্ট লেখানো যায়নি কাউকে দিয়ে। ‘হরর’ ধাঁচে কাজের অভিজ্ঞতা না থাকায় বাংলাদেশে কাউকেই পরিচালক হিসেবেও পাওয়া যাচ্ছিল না। হ‌ুমায়ূন আহমেদ প্রস্তাব দিয়েছিলেন নাটকটি তাঁর ‘নুহাশ চলচ্চিত্র’ থেকে নির্মাণের এবং পরিচিত মুখদের দিয়েই কাজটি করার। কিন্তু বাজেট স্বল্পতা ও নতুনদের নিয়ে কাজ করার ইচ্ছা থাকায় নাফে
মোহাম্মদ কাজটিতে সে সময় হাত দিতে পারেননি। পরে হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুতে কাজটির প্রতি সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেন তিনি।
নাফে মোহাম্মদ এনাম জানান, আজ এত দিন পর, বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সবাই যথেষ্ট ভালো কাজ করছেন দেখে এবং অনেক দক্ষ অভিনেতার আবির্ভাব ঘটছে দেখে তিনি নিজেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। পাশাপাশি চলছে জরিপ। নিজের ফেসবুক পেজ থেকে তিনি জানতে চেয়েছেন, নতুন ও পুরোনোদের মধ্যে মিসির আলী হিসেবে কাকে সবাই দেখতে চান। একই সঙ্গে কোন পটভূমিতে মিসির আলীকে নির্মাণ করলে তা বেশি গ্রহণযোগ্য হবে। ব্যাপক সাড়া পাওয়া গেছে। আস্তে আস্তে জরিপটা জমে যাচ্ছে! সবকিছু ঠিক থাকলে এবং সবার সহযোগিতা পেলে দর্শকেরা আমাজন প্রাইমের পাশাপাশি সম্পূর্ণ বিনা মূল্যেই মিসির আলীকে নিয়ে এ নাটক উপভোগ করতে পারবেন।