আ.লীগের জাতীয় শোক দিবস পালন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করছেন আওয়ামী লীগ  নেতারা।  ছবি: মনজুরুল হক
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করছেন আওয়ামী লীগ নেতারা। ছবি: মনজুরুল হক

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি সিটি প্লাজায় ১৫ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। এ সময় বঙ্গবন্ধুসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুরুতেই সংগঠনের উপদেষ্টা ডা. ফেরদৌস খন্দকারের সহযোগিতায় এলমহার্স্ট হাসপাতালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাহবুবুর রহমান, সামসুদ্দিন আজাদ, মুজাহিদ ইসলাম, জয়নাল আবেদিন, মুনসুর খান, কাজী কয়েস, সামছুল আবেদিন, ডা. মাসিদুল হাসান, দেওয়ান মহিউদ্দীন, আবদুল হাসিব মামুন, হাজি এনাম ও আব্দুল হামিদ। শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময়, আরও বক্তৃতা করেন আলী হোসেন গজনবী, শাহানারা রহমান, নুরুল আমিন বাবু, ওলি হোসেন, সাইফুল ইসলাম, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত বিশ্বাস, ইমদাদ চৌধুরী, জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন, শাহিন আজমল, আলামিন আকন্দ, জাহিদ হাসান, হুমায়ন চৌধুরী ও নান্টু মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্র প্রদর্শনী, নতুনদের ভাবনা বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম সিদ্দিকী।