ইঁদুর ঠেকাতে ব্যর্থ নগর কর্তৃপক্ষ
ইঁদুরের উপদ্রব ঠেকাতে আমেরিকার কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে নিউইয়র্ক নগরীর আবাসন কর্তৃপক্ষ (এনওয়াইসিএইচএ)। একই সঙ্গে ইঁদুর নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও তারা মন্তব্য করেছে।
এনওয়াইসিএইচএ বলছে, ইঁদুরের উপদ্রব মোকাবিলায় ফেডারেল সরকারের সঙ্গে তাল মেলাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে জটিল এ সমস্যা মোকাবিলায় ফেডারেল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা এবার পূরণ করা সম্ভব হবে না।
১ আগস্ট আবাসন কর্তৃপক্ষ ইঁদুরের বংশবিস্তার রোধে সরকারি অ্যাপার্টমেন্টের ৭০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানান। ফেডারেল সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে না পারলেও চলতি মাসের শেষ নাগাদই ইঁদুর উপদ্রব থেকে নগরীর বাসিন্দাদের মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এনওয়াইসিএইচএ। তবে তারা জানিয়েছে, এখনো এ জন্য যথেষ্ট কর্মী তাদের হাতে নেই। তাই আরও কিছুদিন নাগরিকদের এই দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হবে।
ফেডারেল তত্ত্বাবধায়ক বার্ট শোয়ার্টজ বলেন, এনওয়াইসিএইচএর কর্মীদের মধ্যে মাত্র ১০৮ জন রয়েছেন পোকা-মাকড় বিশেষজ্ঞ। সময়সীমা পূরণের জন্য কমপক্ষে আরও ৮৫০ জন লোক নিয়োগ করা প্রয়োজন।
এ বছরের জানুয়ারিতে হারলেমের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সিটি করপোরেশন এনওয়াইসিএইএকে সঙ্গে নিয়ে উপদ্রুত অ্যাপার্টমেন্টগুলোর একটি তালিকা তৈরি করে। এসব অ্যাপার্টমেন্টকে ইঁদুরমুক্ত করতে আগস্টের মধ্যে কাজ শুরুর কথা ছিল। গত ১২ মাসে এসব অ্যাপার্টমেন্টের বাসিন্দারা অন্তত দুবার ইঁদুরের উপদ্রব নিয়ে অভিযোগ করেছিল। এর পরিপ্রেক্ষিতে আবাসন কর্তৃপক্ষ ও ই অ্যাপার্টমেন্টগুলো পরিদর্শন করে। এতে ৭১ হাজার ৩৯৪টি ইউনিটের অবস্থা ‘খুবই বাজে’ বলে চিহ্নিত করেছে আবাসন কর্তৃপক্ষ। এসব স্থানে ইঁদুরের উপদ্রব অভিযোগ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিরসনের কথা বলেছিল এনওয়াইসিএইচএ।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের কর্মকর্তা শোয়ার্টজ বলেন, এত অল্পসংখ্যক কর্মী দিয়ে লক্ষ্য অর্জন অসম্ভব হবে। তাই একটি নতুন সময়সূচি নিয়ে ফেডারেল সরকারের সঙ্গে তাঁরা কাজ করবেন। এ সম্পর্কিত পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মী বাড়ানোর জন্য কাজ করছে এনওয়াইসিএইচএ।