উদীচীর হেমন্ত উৎসব ও মেলা ২০ অক্টোবর

যুক্তরাষ্ট্র উদীচী আয়োজিত হেমন্ত উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। জ্যাকসন হাইটসের আই এস-২৩০ স্কুলে হেমন্ত উৎসব ১৪২৬ শুরু হবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।

উৎসবে থাকবে সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা, শিশু-কিশোরদের প্রতিযোগিতা এবং চলচিত্র প্রদর্শনী। স্মরণ করা হবে কবি জীবনানন্দ দাশকে। উদীচী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সংগীত, নৃত্য এবং তবলা। ‘হারানো দিনের গান’ পরিবেশন করবেন উদীচী স্কুলের শিক্ষক মুত্তালিব বিশ্বাস, শফী চৌধুরী ও জীবন বিশ্বাস। মুত্তালিব বিশ্বাসের গ্রন্থনা ও পরিচালনায় বাংলা গানের অনুষ্ঠান ও তাঁর একক পরিবেশনাও থাকবে।

উদীচীর আয়োজনে দুপুর সাড়ে ১২টায় হেমন্ত উৎসব নিয়ে একটি শোভাযাত্রা বের হবে। রকমারি পণ্য আর খাবারের স্টল থাকবে এ মেলায়। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।