এরশাদের স্মরণে জাতীয় পার্টির সভা

স্মরণসভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা
স্মরণসভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৭ আগস্ট সন্ধ্যা ৭টায় অ্যাস্টোরিয়ার এক রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা গিয়াস মজুমদার, সাবেক সভাপতি আব্বাস উদ্দিন দুলাল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কালাম।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কবি মো. লুত্ফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী, মহিলাবিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, যুববিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, কোষাধ্যক্ষ জি এম ইলিয়াছ, দপ্তর সম্পাদক আকতার কবির, নতুন বাংলা ছাত্র সমাজ সভাপতি মীর জাকির, নিউইয়র্ক স্টেট সভাপতি মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলি, মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নার্গিস রহমান, জাসদ সভাপতি শাহেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সহসভাপতি মোহাম্মদ নাদের, আওয়ামী যুব লীগের সদস্য মোহাম্মদ হানিফ, বলাকা ওয়ালফেয়ার সভাপতি আজহারুল হক খোকা, সদস্য কানিজ ফাতেমা প্রমুখ।
সভার শুরুতে নেতার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনেকেই হুসাইন মুহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বক্তারা এরশাদের আদর্শে জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।