ওয়াশিংটনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ১৮ আগস্ট
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট ওয়াশিংটনে শোকসভার আয়োজন করা হয়েছে।
বেলা দেড়টায় হোমউড সুইট বাই হিলটন স্প্রিং ফিল্ড হোটেল, ৭০১০ ওল্ড কিনি মিল রোড, স্প্রিং ফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০-এ এই শোকসভা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের যৌথভাবে এই আয়োজন করছে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধাসহ ১৫ আগস্ট নিহত সবার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই শোকসভায় সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মনসুরের (৪৪৩-৬৯০-৬০৬৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।