কলেজ ভর্তি নিয়ে মামুন'স টিউটোরিয়ালের আলোচনা

কলেজ ভর্তি নিয়ে মামুন’স টিউটোরিয়ালের আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরা
কলেজ ভর্তি নিয়ে মামুন’স টিউটোরিয়ালের আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরা

আমেরিকায় হাইস্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মামুন’স টিউটোরিয়ালে আলোচনা হয়েছে।

১২ অক্টোবর সন্ধ্যা ছয়টায় জ্যাকসন হাইটসের মামুন’স টিউটোরিয়ালে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভালো কলেজে ভর্তির জন্য প্রয়োজন আগাম প্রস্তুতি। সিদ্ধান্ত আগে নিলে তা ভালো সহায়ক হয়। কারণ সিদ্ধান্ত আগে নেওয়া হলে আগে ভাগেই সব সম্পন্ন করা যায় আর। সেটা করা গেলে টুয়েলভ ক্লাসের পরের দিকে কোনো ঝামেলা থাকে না।

পূর্ব সিদ্ধান্তের ডেডলাইন থাকে ১ নভেম্বর। এর নিয়ম হলো একবার কলেজ কিংবা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যালাউ করলে তাঁদের কলেজে যেতে হবে, এটাই বাধ্যবাধকতা। তাই খুব ভেবে চিন্তে, সিদ্ধান্ত নিয়ে এবং নিজের সবচেয়ে পছন্দের কলেজ/বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য পূর্ব সিদ্ধান্তের আবেদন করা জরুরি।

সভায় জানানো হয়, এ ব্যাপারে ওয়ান টু ওয়ান করে মামুন’স টিউটোরিয়ালের কলেজ ভর্তি-ইচ্ছুকদের সহায়তা করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফ্রি কলেজ প্ল্যানিং সেমিনারে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে প্রায় ফুল স্কলারশিপ নিয়ে পড়া শিক্ষার্থী মোহাম্মেদ। তিনি মামুন’স টিউটোরিয়ালের সঙ্গেও সম্পৃক্ত।

আরও আলোচনা করেন কিউনির ম্যাককুলি অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী তাসনিয়া চৌধুরী, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন ও মামুন’স টিউটোরিয়ালের ইংরেজি শিক্ষক স্কটিশ।

অনুষ্ঠানে দশম গ্রেড থেকে শুরু করে জুনিয়র ও সিনিয়র ইয়ারের হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে কলেজ ভর্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে মামুন’স টিউটোরিয়াল কমিউনিটির শিক্ষার্থীদের এসএটি, এসিটি, এসএইচএ, রিজেন্ট, কমোন কোরসহ বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে আসছে। মামুন’স টিউটোরিয়াল জ্যাকসন হাইটস ছাড়াও ব্রঙ্কসে একটি শাখা করছে।

মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, একজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য তার পছন্দের বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, কমিউনিটিকে সেবা দিতেই তাঁদের সব প্রয়াস।