কেবিনে বাদুড়, উড়োজাহাজে তুলকালাম
কম ভাড়ায় চলাচলের জন্য স্পিরিট এয়ারলাইনসের বেশ খ্যাতি রয়েছে আমেরিকায়। তাই অনেকে এই এয়ারলাইনসে যাতায়াত করেন। সম্প্রতি একটি বাদুড়ও ‘চড়ে বসেছিল’ স্পিরিট এয়ারলাইনসের একটি উড়োজাহাজে। আকাশে উড়াল দেওয়ার পর সেই বাদুড় যাত্রীদের কেবিনে উদয় হয়। তারপর একপ্রকার তুলকালাম কাণ্ডই বেধে যায় উড়োজাহাজটিতে।
স্পিরিট এয়ারলাইনস কর্তৃপক্ষ ঘটনাটি স্বীকার করেছে। ২ আগস্ট রাতে তারা বলেছে, তাদের একটা ফ্লাইট নর্থ ক্যারোলাইনার শার্লট শহর থেকে নিউজার্সির নিউয়ার্কে যাচ্ছিল। এ সময় একটি ঝুড়িতে ‘লুকিয়ে থাকা বাদুড়টি’ যাত্রীদের কেবিনে উদয় হয়। ওই ঘটনায় কেউ আহত হয়নি। এমনকি বাদুড়টিও নয়।
ইউএসএ টুডে বলেছে, গত ৩১ জুলাই স্থানীয় সময় সকাল ছয়টায় শার্লট থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি।
উড়োজাহাজে বাদুড়ের ‘যাত্রার’ ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কেবিনে বাদুড়টি ওড়াউড়ি শুরু করার পর কেউ ভয়ে চিৎকার করছেন। কেউবা বাদুড়টির নিরাপত্তা নিয়ে ভাবছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই উড়োজাহাজকেই ‘ব্যাটপ্লেন’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার স্পিরিট এয়ারলাইনসে আর যাতায়াত করবেন না বলে ঘোষণা দিয়েছেন।