কৌশলগত অংশীদার

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ইসরায়েলকে একটি ‘বড় কৌশলগত অংশীদার’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিল পাস করেছেন। বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে এ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বুধবার প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৌশলগত অংশীদারত্ব আইন ২০১৪ অনুযায়ী দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্য, কৃষি, পানি ব্যবস্থাপনা এবং শিক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ করা হবে।
এএফপি