default-image

ক্যাপিটল ভবন ঘিরে দাঙ্গা-হাঙ্গামার পর যুক্তরাষ্ট্রের তিনজন আইনপ্রণেতা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল ভবনে হামলা চালান দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকেরা। এ সময় কংগ্রেসে যৌথ অধিবেশন চলছিল। আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল সত্যায়নে কংগ্রেসে যৌথ অধিবেশনে মিলিত হয়েছিলেন।

হামলায় ক্যাপিটল ভবনে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। ক্যাপিটল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবনের হুমকির মুখে আইনপ্রণেতারা অধিবেশনকক্ষ থেকে সুরক্ষিত কক্ষে আশ্রয় নিতে বাধ্য হন। এ সময় হুড়োহুড়ি-গাদাগাদির মতো পরিস্থিতিতে করোনার স্বাস্থ্যবিধি ভেঙে পড়ে।

এখন জানা গেল, ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নেওয়া তিনজন আইনপ্রণেতার করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

করোনায় সংক্রমিত তিন আইনপ্রণেতা হলেন বনি ওয়াটসন কোলম্যান, প্রমিলা জয়পাল ও ব্র্যাড স্নাইডার। তাঁরা প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট আইনপ্রণেতা। তাঁরা অধিবেশনকক্ষ থেকে সুরক্ষিত কক্ষে আশ্রয় নিয়েছিলেন।

ক্যাপিটল ভবনে হামলার সময়ের ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু আইনপ্রণেতার মুখে মাস্ক নেই। কোনো কোনো আইনপ্রণেতাকে মাস্ক দেওয়া হলেও তা তাঁরা পরতে চাননি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, কংগ্রেসের আরও আইনপ্রণেতা এই ভাইরাসের সংস্পর্শে এসে থাকতে পারেন।

ওই হামলার ঘটনায় পুলিশের সদস্যসহ মোট পাঁচজন নিহত হন। আহত হন অর্ধশত ব্যক্তি।

প্রেসিডেন্ট ট্রাম্পের উসকানিতে নির্বাচনের ফল পাল্টে দিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালান। এই হামলা জেরে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি উঠেছে। এ ছাড়া ট্রাম্পকে অভিশংসন করতে উদ্যোগী হয়েছেন ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্র থেকে আরও পড়ুন
মন্তব্য করুন