গাঙচিলের শততম আসর অনুষ্ঠিত
শোকের মাস আগস্ট। এই আগস্টে ১৯৭৫ সালে যারা শহীদ হয়েছিলেন, তাঁদের স্মরণে ৪ আগস্ট গাঙচিলের ১০০তম আসরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাহিত্য পাঠ অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ছয় আত্মস্বীকৃত খুনিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের আহ্বান জানানো হয়। কবি নিখিল কুমার রায়ের সভাপতিত্বে ও খান শওকতের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশি আমেরিকান কারেকশন অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোতাসির মিঞা, সাধারণ সম্পাদক মো. রহমান, সহসভাপতি আমীর আলী, মো. কামাল উদ্দিন, ফরিদ আহমেদ, জিয়াউল ইসলাম, কোবরাতুন নেসা, ফারহানা বেগম, সাজিদ তালুকদার, নাসিরউদ্দিন আহমেদ, মো. আব্দুল করীম, আব্দুল জব্বার ও শহীদ মোল্লা।
কবি নিখিল রায় বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাঁর ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারব না। তাঁর মতো বিশ্বনন্দিত নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে বা জেলে আটকে রেখে, কারও পক্ষেই নির্বিঘ্নে দেশ পরিচালনা সম্ভব ছিল না। তাই নিজেদের রক্ষার জন্যই ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বাকশাল চালু হলে বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা সম্ভব হতো না। তাই, বাকশাল চালুর আগেই খুনিচক্র বঙ্গবন্ধুকে হত্যা করে এবং বাকশাল সম্পর্কে মিথ্যা প্রচার করে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কবিতা-গান-প্রবন্ধ রচিত হলেও তাঁকে নিয়ে তথ্যভিত্তিক নাটক খুব একটা রচিত হয়নি। লন্ডনপ্রবাসী আব্দুল গাফফার চৌধুরী ও নিউইয়র্কপ্রবাসী খান শওকতের রচিত নাট্যগ্রন্থ আমরা পেয়েছি।’
অনুষ্ঠানে খান শওকত রচিত ২৮টি নাটকের বই ‘বঙ্গবন্ধু নাট্যসমগ্র’ নিয়েও আলোচনা করা হয়। বরাবরের মতোই প্রতি মাসের প্রথম রোববার হিসেবে ১০১তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী মাসের ১ সেপ্টেম্বর। বিকেল ৫টায় গাঙচিল কার্যালয়ে (৭১-২৪ রুজভেল্ট অ্যাভিনিউ, দোতলা) এ আসর বসবে। এ বিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৩৪৭-৮১৯৫৬২৯ অথবা ৩৪৭-৪৭১-৭৫৮৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।