ঘাতক দালাল নির্মূল কমিটির প্রদীপ প্রজ্বালন
‘বঙ্গবন্ধু একটি বিপ্লব, বঙ্গবন্ধু একটি আদর্শ! এই বিপ্লবের, এই আদর্শের মৃত্যু নেই!—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপটার অনুষ্ঠান নিউইয়র্কের জ্যামাইকার ১৬৮ স্ট্রিটে ১৪ আগস্ট প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করেছে। ওই দিন সন্ধ্যা সাড়ে আটটায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু ও একইদিন নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করল সংগঠনটি।
সংগঠনের নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি ফাহিম রেজা নূর স্বাগত বক্তৃতা করেন। বক্তৃারা ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক নিনি ওয়াহেদ, ফজলুর রহমান, কবি হাসান আল আবদুল্লাহ, অধ্যাপিকা হোসনে আরা, নাজনীন সিমন, স্বপন, শিরিন কামাল, করিম চৌধুরী, ওমর ফারুক খসরু প্রমুখ।