চাকরি ও ব্যবসা নিয়ে জব সেমিনার অনুষ্ঠিত

জব সেমিনারে আয়োজক ও চাকরি প্রত্যাশীরা
জব সেমিনারে আয়োজক ও চাকরি প্রত্যাশীরা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১২৫তম জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট আয়োজিত সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশি-আমেরিকান সমাজকর্মী খান শওকত।
মোতাসির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান কারেকশন অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমীর আলী, সাধারণ সম্পাদক মো. রহমান, কবি নিখিল কুমার রায়, নিউইয়র্ক সিটি হাউজিং অথোরিটির সৈয়দ মিজানুর রহমান, আইটি স্পেশালিস্ট মির্জা হুদা ও জেবিবিএর এম লিয়াকত আলী।
এ সেমিনারে সাম্প্রতিক চাকরির তথ্য, স্বল্প মূল্যে সরকারি বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
খান শওকত বলেন, ‘আর ১০ জনের মতো আমেরিকান ড্রিম নিয়ে ১৯৯০ সালে নিউইয়র্কে আসি। ভালো চাকরি কীভাবে পাব এ জন্য সে সময় সিনিয়র প্রবাসীদের কাছে পরামর্শের জন্য বারবার দেখা করেছি। কিন্তু যারা তথ্য জানেন তাঁরা এসব তথ্য কাউকে বলতে চান না​। সাপ্তাহিক চিফ লিডার পত্রিকায় সরকারি চাকরির তথ্য পাওয়া যায়, এই ইনফরমেশনটাও আমি কোনো বাঙালির কাছ থেকে জানতে পারিনি। ১৯৯৬ সালে একজন আফ্রিকান-আমেরিকানের কাছ থেকে এই তথ্য পেয়েছিলাম।’
মোতাসির মিয়া বলেন, সিটি জব তো অনেকেই করেন। কিন্তু কতজন চিন্তা করেন কমিউনিটির সবার জন্য চাকরির সুযোগ তৈরির? শত বাধা সত্ত্বেও খান শওকত ১৭ বছর ধরে এটা করে যাচ্ছেন।
মোতাসির মিয়া আরও বলেন, খান শওকতের পরামর্শ নিয়ে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ৫০০ প্রবাসী চাকরি পেয়েছেন।
একটি সফল কমিউনিটি গড়ে তুলতে ২০০২ সাল থেকে ‘সবার জন্য চাকরি এবং হতাশামুক্ত কমিউনিটি’র স্বপ্নে খান শওকত এই জব সেমিনারটি পরিচালনা করে আসছেন। এই জব সেমিনারের মাধ্যমে অসংখ্য প্রবাসী তথ্য জেনে ও নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে ভালো বেতনের চাকরি পেয়েছেন।
মোতাসির মিয়া ও খান শওকত উপস্থিত প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। প্রতি মাসের প্রথম রোববার হিসেবে ১২৬তম জব সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ১ সেপ্টেম্বর। বিকেল চারটায় ৭১-২৪, রুজভেল্ট অ্যাভিনিউয়ের দোতলায় সেমিনারটি অনুষ্ঠিত হবে। জব সেমিনারে অংশ নিতে চাইলে আগ্রহীদের (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।