চালু হতে লাগবে আরও দু মাস
জ্যাকসন হাইটসের খামার বাড়ি গ্রোসারি আগুনে পুড়ে যাওয়ার পর এখনো খোলেনি। প্রতিষ্ঠানটি আবার চালু করতে আরও দু মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে মালিক পক্ষ। তবে দোকানের ইনস্যুরেন্স কম থাকায় অপূরণীয় ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাবে না কর্তৃপক্ষ। তারপরও জনপ্রিয় গ্রোসারিটি চালু করতে চান তারা।
গত ২৬ জুন ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আধঘণ্টা চেষ্টার পর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহত হয়নি কেউ। চারতলা ভবনটির নিচতলায় খামার বাড়ি গ্রোসারিতে আগুন লাগলে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গ্রোসারিটি ২৪ ঘণ্টাই খোলা থাকত। ওই ভবনটিতে অন্তত তিনটি বিভিন্ন ধরনের দোকান ও বেশ কয়েকটি অফিস রয়েছে। প্রায় সবগুলো প্রতিষ্ঠানই বাংলাদেশি মালিকানাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ জুন শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ৫-৬ জন ক্রেতা খামার বাড়িতে বাজার করছিলেন তাঁরা। হঠাৎ কোল্ড ড্রিংকসের ফ্রিজের পেছন থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে থাকে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানের সামনের ভাগে। দোকানের কর্মচারী ও ক্রেতারা এর আগেই নিরাপদ অবস্থানে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১৮ মিনিট পরে ঘটনাস্থলে আসে। এর আগেই দোকানের সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
খামার বাড়ির অংশীদার কামরুল ইসলাম বলেন, ‘আগুনে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তবুও গ্রোসারিটি আবার চালু করতে চাই। দোকান চালু করতে আরও দু মাস সময় লাগবে। দোকানের ভেতরের কাজ দ্রুত গতিতে চলছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোকানের ক্ষতির বিপরীতে ইনস্যুরেন্স থেকে পাওয়া অর্থ অতি নগণ্য। আমাদের ইনস্যুরেন্স ছিল খুবই কম। তারপরও আমরা উৎসাহ হারাইনি।’