জর্জিয়ায় ঈদুল আজহা উদ্যাপিত
যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমেরিকার অন্য অঙ্গরাজ্যের সঙ্গে জর্জিয়াতেও ১১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে।
জর্জিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ডাউন টাউন আটলান্টার আল-ফারুক মসজিদ অব আটলান্টায়। সেখানে যথাক্রমে সকাল সাড়ে আটটা ও সোয়া নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।
রাজ্যের বিভিন্ন মসজিদ ও কমিউনিটি সেন্টারসহ অন্তত ৫০টি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে একমাত্র স্থানীয় ডোরাভিল সিটিতে বাংলাদেশি অধ্যুষিত আত্তাকোয়া মসজিদের তত্ত্বাবধানে খোলা আকাশের নিচে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সেখানে যথাক্রমে সকাল আটটা ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদ ওমর বিন আবদুল আজিজ নরক্রসে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় দুটি, ইনফিনিটি অ্যানার্জি ফোরামে তিনটি যথাক্রমে সকাল সাড়ে সাত, সোয়া আট ও সকাল নয়টায়, জর্জিয়া ইসলামিক সেন্টার লরেন্সভিলে সকাল সাড়ে আটটায় ও সকাল সাড়ে নয়টায়, ইসলামিক সেন্টার অব নর্থ ফুলটন আলফারাটায় সকাল আটটায় ও সকাল নয়টায়, ইবাদুর রহমান দাওয়াহ্ সেন্টার মেরিয়াটায় সকাল নয়টায়, আটলান্টা মসজিদ আল ইসলামে সকাল সাড়ে আটটায়, মসজিদ মুমিনে সাড়ে আটটায়, গ্লোবাল মলে আটটায়, মসজিদ আবু বকর বিউফোর্ড হাইওয়ে আটলান্টায় সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীরাও প্রতিটি জামাতে অংশগ্রহণ করেছে। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে স্থানীয় প্রশাসন থেকে প্রতিটি জামাতস্থলে বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়।
নিউইয়র্ক, মিশিগান এবং পেনসিলভানিয়ায় সরকারি স্কুলগুলো ঈদের ছুটি উপভোগ করে। জর্জিয়াসহ অন্যান্য রাজ্যে ঈদ উপলক্ষে সরকারি ছুটি না থাকলেও ওই দিন রোববার সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিটি জামাতস্থল মুসল্লিদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিটি ঈদ জামাতে দুনিয়ার সুখ ও শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এখানে বাসা বাড়িতে পশু কোরবানির নিয়ম না থাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের নামাজের পর পরই ছুটে যান বিভিন্ন সোলাট হাউস বা কসাই খানায়। সেখানেই তারা পশু কোরবানি দেন।