মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন। খবর রয়টার্সের।

হোয়াইট হাউস চলতি সপ্তাহে বাইডেনের এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে। এ পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাইডেনের সফরটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বাইডেনের সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন

সৌদি যুবরাজের সঙ্গে বাইডেনের শিগগির সাক্ষাৎ হতে পারে

ওই মুখপাত্র বলেন, নিশ্চিত করে বলার মতো এ সফরের বিস্তারিত তথ্য তাঁদের কাছে নেই। তবে তাঁরা তাড়াতাড়ি এ-সংক্রান্ত ঘোষণা দেবেন।

বাইডেনের সৌদি আরব সফরের উদ্দেশ্য হবে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। বাইডেনের সৌদি আরব সফরকালে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে।

দুই নেতার বৈঠক আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সিএনএন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের কার্যত শাসক। তাঁর সঙ্গে বৈঠক করলে বাইডেন নিজ দেশে সমালোচনার মুখে পড়তে পারেন।

কেননা, একসময় তিনি মানবাধিকার, ইয়েমেন যুদ্ধ ও সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সৌদি নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন।