জেবিবিএর পথমেলা ২৫ আগস্ট
বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াইর (জেবিবিএ) পথমেলা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে।
প্রবাসীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন পণ্যের শতাধিক স্টলের ব্যবস্থা থাকবে।
৮ আগস্ট বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে জেবিবিএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেবিবিএর অন্য কর্মকর্তাদের মধ্যে সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, হারুন ভূঁইয়া, ফাহাদ সোলায়মান, আবুল কাশেম, ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবুল ফজল দিদারুল ইসলাম বলেন, ২৫ আগস্ট জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ৩৫ অ্যাভিনিউর মাঝে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে মজাদার খাবার, দেশীয় পিঠা, শাড়ি, গয়নাসহ রকমারি পণ্য সামগ্রীর স্টল। আরও থাকবে আকর্ষণীয় র্যাফল ড্র। মেলায় বাংলাদেশি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
আবুল ফজল আরও বলেন, মেলা সফল করতে হারুণ ভূঁইয়াকে আহ্বায়ক, মোহাম্মদ নমিকে সদস্যসচিব ও ফাহাদ সোলায়মানকে প্রধান সমন্বয়কারী করে একটি উপকমিটি গঠন করা হয়েছে।