জ্যাকসন হাইটস এলাকাবাসীর তবারক বিতরণ
জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন করে। এ উপলক্ষে ১৫ আগস্ট বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে খাবার বাড়ি রেস্টুরেন্টের সামনে তবারক বিতরণ করা হয়। দুপুর থেকে একদিকে রান্না হচ্ছিল আর পরিবেশন করা হচ্ছিল টাটকা খাবার।
জ্যাকসন হাইটস এলাকাবাসী নামের সংগঠনের সভাপতি সাকিল মিয়া, আয়োজনের আহ্বায়ক হোসেন সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মো. আলম নমি সার্বক্ষণিক তবারক বিতরণ তত্ত্বাবধান করেন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র
শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
দল–মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা দিনভর এই আয়োজনে ভিড় করেন। নিজ নিজ ধর্মমতে প্রার্থনা আর জাতির জনকের প্রতি ভালোবাসার কথা উচ্চারিত হচ্ছিল বারবার। পথচারী বিদেশিরা জানতে চেয়েছে উৎসুক হয়ে।
শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জ্যাকসন হাইটসের সড়ক পথ ১৫ আগস্টের দিনটি বিমূর্ত হয়ে উঠেছিল বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায়।