জয় পেল গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব
ইংরেজিতে একটা কথা আছে, ‘ওল্ড ইজ গোল্ড’। ২০ দলের অংশগ্রহণে এনওইয়াইবিসিএলের পরিচালনায় অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলাদেশ টি-২০ লিগে’ এটাই যেন প্রমাণ করল গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব। গত ম্যাচে হোঁচট খাওয়া দলটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে কী না, তা নিয়ে সংশয়ে ছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা পরিষ্কার করল দলটি।
১২ আগস্ট গ্রুপ পর্বের শেষ খেলায় নিউইয়র্ক থান্ডার হকস দলকে ৪ উইকেটে হারিয়েছে এবারের আসরের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে গড়া দলটি। প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো তারকা খেলোয়াড় লিসান চৌধুরী পুরো টুর্নামেন্টে ছিলেন ব্যর্থ। কিন্তু শেষমেশ ঠিক সময় জ্বলে উঠলেন নিউইয়র্কের ক্রিকেট লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই অভিজ্ঞ খেলোয়াড়।
লিসান চৌধুরীর অপরাজিত ৩৪ রান ও ৩ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে সেদিন পাত্তাই পায়নি নিউইয়র্ক থান্ডার হকস। প্রথমে ব্যাট করতে নেমে নিউইয়র্ক থান্ডার হকস নির্ধারিত ২০ ওভারে ১০৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় গোল্ডেন বাংলা। খেলায় ম্যাচসেরা নির্বাচিত হন লিসান চৌধুরী।
এদিকে দিনের অন্য খেলায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টিম লাইকান্স, ব্রুকলিন লাইকান্স, নিউইয়র্ক টাইগার্স, দ্য ওয়ারিয়র্স, গ্ল্যাডিয়েটর্স, অরবিট ও ঈগলস ক্রিকেট ক্লাব। টিম লাইকান্সের দেওয়ান সাঈদ মান্না অরবিটের বিপক্ষে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন। এ ছাড়া ব্রুকলিন লাইকান্সের ইয়াসির ৫ উইকেট, নিউইয়র্কের সালাম সজীব ৩ উইকেট ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, এবারের আসরে ইয়ুথ দল হিসেবে সরাসরি সেমিফাইনাল খেলছে সানরাইজার্স, লায়ন সিসি, নোয়াখালী একাদশ ও নিউইয়র্ক থান্ডার হকস ইয়ুথ।