ট্যাক্স ফাইলিংয়ে সর্বোচ্চ স্বীকৃতি পেলেন এহশাতেশামুল
ট্যাক্স ফাইলিংয়ে দক্ষ ও অভিজ্ঞতার মাপকাঠির সর্বোচ্চ স্বীকৃতি পেলেন এহশাতেশামুল হক। দুই যুগেরও বেশি সময় ধরে জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটিতে আইআরএস স্বীকৃত অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ট্যাক্স ফাইলিং সেবা প্রদান করে আসছেন তিনি।
আমেরিকার ট্যাক্স প্রফেশনাল সেবা দানকারী প্রতিষ্ঠান ইনটুইট ২০১৮ সালের জন্য এহতেশামুল হককে এই স্বীকৃতি দেয়।
গত ২৯ জুলাই ইনটুইট প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ব্যারি পিনেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে এহতেশামুল হককে স্বীকৃতির কথা জানান। সঙ্গে পুরস্কারের সম্মানী হিসেবে এক হাজার ডলারের চেকও পাঠানো হয়।
এহতেশামুল হকের ফিন্যান্স ও বিজনেস প্ল্যানিং প্রতিষ্ঠান সাউথ ইস্ট ইউএসএ গ্রুপের প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি ক্রেডিট রিপেয়ার, বাড়ি কেনাবেচা, নোটারি পাবলিক ও ইমিগ্রেশন বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা দিয়ে আসছেন।