তিন বছরের শিশু গুলি করল সমবয়সী দুজনকে

সামান্থা ও টিমোথি ইউব্যাংক। ছবি: টুইটার
সামান্থা ও টিমোথি ইউব্যাংক। ছবি: টুইটার

ছয় শিশুর দেখভাল করছিলেন সামান্থা ইউব্যাংকস। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্নে তাঁর বাড়ি। এখানে দিবাযত্ন কেন্দ্র খুলেছেন হোম ডে কেয়ার নামে। আচমকা শব্দ আর চিৎকারে হকচকিয়ে যান তিনি। দৌড়ে যান ওপরের তলায়। দেখেন, তার তিন বছরের শিশুপুত্রের হাতে স্বামীর বন্দুক। এই আগ্নেয়াস্ত্র দিয়ে সমবয়সী দুই শিশুকে গুলি করেছে সে। একজনের মুখে ও অন্যজনের কাঁধে গুলি লেগেছে।

সেপ্টেম্বরের শেষদিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হয়। এখন তারা নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। সামান্থা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অসাবধানতা ও শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে। তাঁদের প্রত্যেকের ১০ বছর করে সাজা হতে পারে।

গত বৃহস্পতিবার ডেট্রয়েট ফ্রি প্রেসের কৌঁসুলি আদালতে এই ঘটনার বিবরণ দিয়ে জানান, গুরুতর অবস্থায় আহত দুই শিশুকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সংবাদ সংস্থা ডব্লিউডিআইভি বলছে, এখন বাড়িতে তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজন একটি চোখ হারিয়েছে।

সামান্থা ও তাঁর স্বামী টিমোথি ইউব্যাংকের বিরুদ্ধে কোনো লাইসেন্স ছাড়াই বাড়িতে ডে কেয়ার পরিচালনা করছেন বলে অভিযোগ ওঠে। কৌঁসুলি বলেন, টিমোথি ইউব্যাংক জানিয়েছিলেন, তিনি সিঁড়িতে দুটি বন্দুক হেলাফেলায় রেখে ছিলেন।

জেলা আদালতের বিচারক জেনে হান্ট বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুরুতর ঘটনা ঘটানো হয়নি। শিশুদের নিরাপত্তায় যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি।

সামান্থার দিবাযত্ন কেন্দ্রে ওই ছয়জন শিশু ছিল। তাদের মধ্যে দুজনের বয়স তিন বছর। তারা যমজ। ঘটনার সময় আরও তিন সন্তান স্কুলে ছিল।

সামান্থার প্রতিবেশী বলেন, তিনি এর আগেও ডে কেয়ারে লাইসেন্স না থাকার অভিযোগ করেছিলেন।

সামান্থার বোন অ্যাশলি এসকোবেদো ডব্লিউএক্সওয়াইজেডকে বলেন, বাণিজ্যিকভাবে তাঁর বোন ওই ডে কেয়ার পরিচালনা করতেন না। খরচও অনেক কম রাখতেন তিনি। পরিচিত অনেকের সন্তান তিনি রাখতেন। তাঁদের মধ্যে বেশির ভাগই একলা মা।