নগরে বিনা মূল্যে খাবার বিতরণ করছে শিক্ষা বিভাগ

নিউইয়র্ক নগরে বিনা মূল্যে গ্রীষ্মকালীন তৈরি খাবার বিতরণ করা হচ্ছে। শিক্ষা বিভাগের আওতায় গ্রীষ্মকালীন ক্লাসে অন্তর্ভুক্ত শিক্ষার্থী ও তাদের পরিবার ৫ জুলাই থেকে নগরের ৪০০টি এলাকা থেকে এমন খাবার সংগ্রহ করতে পারবে। বিনা মূল্যে এই খাবার বিতরণ কর্মসূচি চলবে পুরো গ্রীষ্মকাল ব্যাপী।

সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নির্দিষ্ট এলাকাগুলোতে উপস্থিত হয়ে বিনা মূল্যে খাবার সংগ্রহ করা যাবে। খাবারের মধ্যে রয়েছে পিৎজা, রোস্টেড চিকেন, গরুর মাংস ও পনিরসহ হালকা খাবারের বিভিন্ন আইটেম। নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর মাইশা রোস পোর্টার বলেছেন, নগরের প্রতিটি মানুষ স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার পাওয়ার অধিকার রাখে।

হান্টার কলেজের খাদ্য নীতিমালা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারি শুরুর আগেই নিউইয়র্ক নগরের ১৫ শতাংশ লোকজন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ছিল। ২০২০ সালের মার্চ মাস থেকে মহামারি শুরু হলে বিশ্বের অন্যতম শীর্ষ এ নগরে খাদ্য নিরাপত্তাহীনতায় পরে ২৫ শতাংশ লোকজন। নগর কর্তৃপক্ষ মহামারির পুরো সময়ে বিনা মূল্যে খাবার সংগ্রহ করেছে প্রতিদিন। লোকজন নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে তৈরি খাবার সংগ্রহ করতে পেরেছে সহজেই।

এবারে গ্রীষ্মকালীন তৈরি খাবারের জন্য নগরের ৪০০ এলাকার বিস্তারিত তথ্য পাওয়া যাবে শিক্ষা বিভাগের ওয়েবসাইটে অথবা নিউইয়র্ক নগরের সার্বক্ষণিক হটলাইন ৩১১ নম্বরে ফোন করে খাবার সংগ্রহের স্থান সম্পর্কে জানা যাবে বলে শিক্ষা বিভাগ জানিয়েছে।