নিউইয়র্কপ্রবাসী শাহীনের পিতৃবিয়োগ
নিউইয়র্কের উডসাইডে বসবাসকারী পাবনার সন্তান মোহাম্মদ শাহীনুজ্জামান শাহীনের বাবা মোহাম্মদ আনোয়ারুজ্জামান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত নানা রোগ ভোগের পর তিনি গত ৩১ জুলাই বাংলাদেশ সময় বেলা ২টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম মোহাম্মদ আনোয়ারুজ্জামানের নামাজে জানাজা পরদিন ১ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়। পরে পাবনা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শাহীনুজ্জামান শাহীন তাঁর বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় সব প্রবাসীর দোয়া চেয়েছেন। মরহুমের আত্মার শান্তি কামনায় ২ আগস্ট শুক্রবার বাদ জুমা নিউইয়র্কের উডসাইড বায়তুল জান্নাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।