নিউইয়র্কের বাজারে নকল ভ্যাপ পণ্য!
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই হয়তো অনেক ধূমপায়ী এখন সিগারেট ছেড়ে ভ্যাপ বা বাষ্পজাতীয় পণ্য ব্যবহার করে। ভ্যাপ পণ্যে নিকেটিনের পরিমাণ সাধারণ সিগারেটের চেয়ে অনেক কম থাকে। তাই ভ্যাপ পণ্যের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আবার অনেকই শখ করে ভ্যাপ পণ্য ব্যবহার করে থাকে। এ সুযোগে নিউইর্য়কের অনেক অপরাধী নকল ভ্যাপ বাজারজাত করার চেষ্টা করছে। গত সপ্তাহে নিউইর্য়কের নাসাউ কাউন্টি পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, তারা সাতটি স্থানে ওয়ারেন্ট কার্যকর করেছে এবং নগদ দশ লাখ ডলারের জাল ভ্যাপ পণ্য জব্দ করেছে।
পুলিশ আরও বলেছে, ১ আগস্ট ভোরে তারা তিনজনের এক অপরাধী দলকে গ্রেপ্তার করেছে। তদন্তের পরে দেখা গেছে, তারা দশ লাখ ডলারের বেশি নকল বাষ্পজাতীয় পণ্য বিক্রি করেছে। আরও জানা যায়, ১ আগস্টের মধ্যরাতে নাসাউ কাউন্টি পুলিশ অফিসার, নাসাউ কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের এজেন্ট, হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত, শুল্ক ও সীমান্ত পেট্রল এবং এনওয়াইপিডি বেশ কয়েকটি অভিযান চালায়।
পুলিশ জানায়, জালিয়াতির সঙ্গে জড়িত আলী আসগর (৫৮), আলি জার (৩৩) দুজনই পূর্ব মেডোর ফ্যামস কোর্টে বাস করত। এরা ছাড়াও ৮৩তম অ্যাভিনিউয়ের বেলারোজের আলি মুসা (৩৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিবিএসের খবরে বলা হয়, আলি জার (৩৩) ও আলি মুসা (৩৫) আলী আসগরের দুই ছেলে। পুলিশ বলছে, তারা প্রায় এক লাখ চল্লিশ হাজার ডলার নগদ ও দশ লাখ ডলার জাল বাষ্পী পণ্য বাজেয়াপ্ত করেছে।
তদন্তকারীরা জব্দ হওয়া পণ্যগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরিবার ও শিশু সমিতির ডা. জেফারি রেনল্ডস সিবিএসকে বলেন, ‘আপনি যখন ভ্যাপ পণ্যে নকল দিকটি যুক্ত করেন, তার ভেতরে কী আছে, তা জানা সম্ভব না। আপনি জানেন না, এটি কোথা থেকে এসেছে বা এটি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এতে ঝুঁকিগুলো আরও তীব্র হয়ে ওঠে, বিশেষত তরুণেরা যখন এগুলো অবাধে ব্যবহার করে।’
নাসাউ কাউন্টির নির্বাহী লরা কুরান সিবিএসকে বলেন, ‘আমি আশা করি, সব বাবা-মা এই তথ্য মাথায় রাখবেন এবং এই ধরনের পণ্যগুলোর আসল কতটা বিপদজ্জনক, সেটি খেয়াল রাখবেন।’